নারায়ণগঞ্জের কন্ঠ : ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য,নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা মফিজুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকীতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি ) বাদ জোহর শহরের দিগুবাবুর বাজারে মফিজুল ইসলামের মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে প্রয়াত মফিজুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রয়াত ভাষা সৈনিক মফিজুল ইসলামের কনিষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুল ইসলাম রাজন, বড় ছেলে মাফুজুল ইসলাম রানা,জেলা আওয়ামীলীগের সদস্য আমজাদ হোসেন, গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সুকুম, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান, মফিজুল ইসলাম মার্কেটের ম্যানেজার নুরুজ্জামান, মো. কাউছারসহ ব্যবসায়ীবৃন্দ।