নারায়ণগঞ্জের কন্ঠ : বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার দ্বিতীয় দিন মহাঅষ্টমী তিথিতে কুমিল্লা, চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী ও কর্ণফুলী, কক্সবাজারের পেকুয়াসহ দেশের বিভিন্ন জেলায় মন্দির- পূজামণ্ডপ- বাড়িঘরে পরিকল্পিত হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কর্মসূচির অংশ হিসেবে শহরের নতুন পালপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে কর্মসূচি পালন করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নতুন পালপাড়া সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন,নতুন পালপাড়া সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি মুকুল পোদ্দার, যুগ্ম সম্পাদক অনল পোদ্দার পুলক, , লক্ষন সাহা, অমর সাহা, রামু দত্ত, দীপু সাহা, বিমল পাল প্রমূখ।