নারায়ণগঞ্জের কন্ঠ: আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে ঢাকা আশুলিয়া পুলিশ চেকপোস্ট থেকে গ্ৰেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ বলেন, বুধবার সাভার থেকে আড়াইহাজার ফেরার পথে আশুলিয়া পুলিশ চেকপোস্ট থেকে তুরাগ থানা পুলিশ আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে গ্ৰেফতার করেছে। পরবর্তী পুলিশ গাড়িসহ চালককে ছেড়ে দিলেও তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে গ্ৰেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে ইউসুফ আলী ভূঁইয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
জানাগেছে, বুধবার ( ২৬ জুলাই ) বিকেল তিনটার দিকে আশুলিয়া দৌড় নামক এলাকার চেকপোস্টে থেকে ইউসুফ ইসলাম ভূঁইয়া ও তার গাড়িচালককে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। পরবর্তী পুলিশ গাড়িসহ চালককে ছেড়ে দেয়।
বৃহস্পতিবার ( ২৭ জুলাই ) সকালে ইউসুফ আলী ভূঁইয়াকে গ্ৰেফতার দেখিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়েছে। দুপুরে ইউসুফ আলী ভূঁইয়ার জামিন শুনানির অনুষ্ঠিত হবে।