নারায়ণগঞ্জের কন্ঠ: দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাতে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ।
বৃহস্পতিবার ( ৩ আগস্ট ) বিকেল তিনটায় নগরীর খানপুর হাসপাতালের মোড়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে শুরু করে মেট্রো হলের মোড় দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় বিক্ষোভ মিছিল থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা শ্লোগান দেন’ শেখ হাসিনার অবৈধ রায় মানি না মানবো না’ অবিলম্বে মিথ্যা মামলার অবৈধ রায় প্রত্যাহার কর করতে হবে’।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশকে সফল করতে বিকেল তিনটায় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে এসে জড়ো হয়।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলার অবৈধ রায়ের প্রত্যাহারের দাবি জানান তারা ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কায়সার আশা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, মঞ্জুরুল আলম মুছা, সাবেক সহ- সম্পাদক জাকির হোসেন সেন্টু, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম আপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি কামরুল হাসান শরীফ, মোস্তাকুর রহমান, মেহেদী হাসান, আরাফাত চৌধুরী, সমবায় বিষয়ক জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, আলতাফ, জুয়েল, শাহজাহান, রাজু আহম্মেদ, যুবদল নেতা কামরুল হাসান, মিনহাজ মিঠু, নবু হোসেন, জুনায়েদ মোল্লা, হাবিবুর রহমান মাসুদ, এ এইচ সৌরভ, মানিক বেপারী, রেজাউল করিম রেজা, মো. হারুন, মো. শাহরিয়ার, নিজাম উদ্দিন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাতা আলম রতন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মো. রাজু, বন্দর থানা ছাত্রদলের সদস্য সচিব সাকিব রাইয়ানসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য- গত বুধবার ( ২ আগস্ট ) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ও জোবাইদা রহমানকে ৪৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।