নারায়ণগঞ্জের কন্ঠ: বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাকে সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খানের নেতৃত্বে ফতুল্লা থানা যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
এসময়ে ফতুল্লা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে । শ্লোগানে শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের মূল মিছিলে অংশগ্রহণ করেন।
শুক্রবার ( ১ লা সেপ্টেম্বর ) বিকেল তিনটায়
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি আয়োজন করা হয়।
এসময়ে ফতুল্লা থানা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।