নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন শিকদার বলেছেন, ২৮ শে অক্টোবর ঢাকার মহাসমাবেশ শুধু বিএনপির না, এই সমাবেশে বাংলাদেশের ১৮ কোটি মানুষের। ১২ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ায় জন্য ঢাকার মহাসমাবেশে মানুষ দলে দলে যোগদান করবেন। গ্রেফতার ও বাধা দিয়ে জনস্রোত ঠেকানো যাবেনা।
আগামী ২৮ অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী গণগ্ৰেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে তিনি এসব কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, গতরাত থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অর্ধশত নেতাকর্মীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বিশেষ করে আজ দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট থেকে ২ জন সিনিয়র আইনজীবীকে তাদের চেম্বার থেকে ও কোর্টে হাজিরা দিতে এসে কোর্ট চত্বর থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এই রাতের ভোটের সরকার তাদের আজ্ঞাবাহ পুলিশ বাহিনীকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য বাড়ি বাড়ি হানা দিচ্ছে ও গ্রেফতার করছে।
তিনি আরো বলেন, হামলা মামলা গ্রেফতার করে এই রাতের ভোটের সরকারের শেষ রক্ষা হবেনা। অচিরেই এই তাবেদার সরকারের বিদায় নিতে হবে।