নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ সংসদ নির্বাচনে যুক্তফ্রন্ট ও ১৪ দলের শরিকদের ১৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (০৭ডিসেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্্যালয়ে সংবাদ সম্মেলনে করে শরিকদের এসব বণ্টন করা হয়।
যুক্তফ্রন্টের ৩ আসনেই বিকল্পধারার পেয়েছে। এই তিন আসনে মাহি বি চৌধুরী (মুন্সিগঞ্জ- ১), মেজর (অব) আব্দুল মান্নান (লক্ষ্মীপুর-৪) ও এম এ শাহীন (মৌলভীবাজার -২)।
১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কাস পার্টির ৫টি, হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ ৩টি, আম্বিয়া জাসদ ১ টি, তরিকত ফেডারেশন ২ আর জেপি ২ টি।
ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন (ঢাকা- ৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী- ২) অ্যাডভোকেট মো. মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩) ও শেখ টিপু সুলতান (বরিশাল -৩।
হাসানুল হক ইনুর জাসদ হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), রেজাউল করিম তানসেন (বগুড়া-৫) ও শিরিন আকতার( ফেনী- ১)।
শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন জাসদ মঈনউদ্দীন খান বাদল( চট্টগ্রাম -৮)। তরিকত ফেডারেশনের চেয়ারম্যসন সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী ( চট্টগ্রাম ২) ও আনোয়ার হোসেন খান (লক্ষীপুর-১)।
জাতীয় পার্টি (জেপি) পেয়েছে ২টি আসন। এই আসনটি পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর -২) ও রুহুল আমিন ( কুড়িগ্রাম-৪)।
শরীকদের নৌকার প্রতীক দেওয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা যে আসনে শরীকদের নৌকা প্রতীক দিয়েছি তার বাইরে ইচ্ছা করলে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারবেন।
এ সময় বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।