ডেস্ক রিপোর্ট:
নির্বাচনের খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে দেওয়া নির্দিষ্ট স্টিকারযুক্ত মোটরসাইকেল সড়কে চলাচল করতে পারবে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ইসির সহকারী পরিচালক আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ ডিসেম্বর, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক নীতিমালা জারি করে ইসি। ওই নীতিমালা অনুযায়ী, ভোটের সময় সাংবাদিকরা মোটরসাইকেলের জন্য কোনও পাস পাবেন না। ভোটের সময় তিন দিন মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই সময় সংবাদ সংগ্রহের জন্য কেউ মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।
আজকের সিদ্ধান্তের ফলে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা আর থাকছে না বলে জানান আসাদুল হক।