নারায়ণগঞ্জের কন্ঠ:
প্রশংসা কুড়াচ্ছে খান মাসুদের উদ্যোগ। ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলাচল স্বাভাবিক রাখতে ছাত্রলীগের কর্মীদের দিয়ে যানজটমুক্ত রাখার এ কর্মসূচি বেশ আলোচনায় এসেছে।
বন্দর থানা ছাত্রলীগের এই সাংগঠনিক সম্পাদকের কর্মসূচীর ৪র্থ দিনেও সড়কে স্বেচ্ছাসেবকের ভূমিকায় দেখা গেছে তাঁর কর্মী সমর্থকদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, পরিচ্ছন্ন ও জ্যামমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বন্দরে ছাত্রলীগ নেতা খান মাসুদের যানজট মুক্ত রাখার মহতি কর্মসূচীর ৪র্থ দিনেও বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বন্দরের সবচেয়ে ব্যস্ততম সড়ক বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, বন্দর বাজার মোড় ও ১নং খেয়াঘাট সড়কে যানজটমুক্ত রাখতে ঘাম ঝড়ান ওই স্বেচ্ছাসেবকরা।
এ দিনে দায়িত্ব পালন করেন-বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, যুবলীগ নেতা শেখ মমিন, মোঃ হোসেন, রাজু আহমেদ, মোখলেস, সাদ্দাম হোসেন, ইমরান চিশতী, রিয়াদ, রিয়াজ, সোহাগ, নাছির ও হিলফুল ফুযুল সংগঠনের মাহাতাব হোসেন, শান্ত প্রমুখ।