নারায়ণগঞ্জের কন্ঠ:
বন্দরবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে । অবশেষে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে আবারও নির্মিত হতে যাচ্ছে বন্দরবাসীর ৪৭ বছরের কাঙ্খিত সেতু।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর ঐকান্তিক প্রচেষ্টায় ‘কদম রসুল’ সেতুটি নির্মানে ৫৭৯ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)।
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। উক্ত সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা: সেলিনা হায়াত আইভীও উপস্থিত ছিলেন।
বন্দরবাসীর কাঙ্খিত শীতলক্ষ্যা কদম রসুল সেতু নির্মান প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ের মানুষের ৪৭ বছরের আকাঙ্খা ছিল এই সেতু। যেটি নির্মানে আমি সিটি নির্বাচনের সময় বন্দরবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় শীতলক্ষ্যা নদীর উপড় আরেকটি সেতু নির্মানে ৫৭৯ কোটি ৮০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এজন্য নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মেয়র আইভী আরো জানান, ‘শহরের ৩নং ঘাট দিয়ে থেকে বন্দর একরামপুর দিয়ে সেতুটি নির্মানের প্রস্তাব দেয়া হয়েছিল। সেতুটির নাম ‘কদম রসুল সেতু’ রাখা হয়েছে।’
এদিকে, কাঙ্খিত শীতলক্ষ্যা সেতু নির্মানের অনুমোদন দেয়ায় এটিকে মেয়র আইভীর স্বার্থকতা উল্লেখ করে মঙ্গলবার বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগর ভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, শহরের সৈয়দপুর কয়লা ঘাট দিয়ে বর্তমানে নির্মিত হচ্ছে শীতলক্ষ্যা ৩য় সেতু।