নারায়ণগঞ্জের কন্ঠ:
ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদ।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীর সোনাগাজী সাদ্রাসার ছাত্র নুসরাত ও শহরের সাহা পাড়ায় গৃহবধু বৃষ্টিকে নৃশংস ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । নারীর প্রতি যারা সহিংসতা করে তাদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবো । বাংলাদেশের মানুষ কখনো আইন নিজের হাতে তুলে নিতে চায় না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই । তারা আরোও বলেন, যারা নারীর প্রতি সহিংসতা করে অন্যায় ও অবিচার করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে । অবশ্যই এই নারীর প্রতি যারা সহিংসতা করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে । নারায়ণগঞ্জসহ সারা দেশে প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, জেলা পূজা কমিটির সাবেক প্রচার সম্পাদক রিপন ভাওয়াল, জেলা কমিটির প্রচার সম্পাদক পরেশ চৌধুরী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টাণ ঐক্য পরিষদের কৃষ্ণ আচার্য প্রমুখ ।