নারায়ণগঞ্জের কন্ঠ:
কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রদান ও পাটকল শ্রমিকদের জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরীসহ ৯ দফা মেনে নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
মঙ্গলবার ( ২১ মে ) দুপুর সাড়ে বারোটায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম নেতৃত্বে নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার অনুপস্থিতিতে তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপি নেতা এড. রফিক আহমেদ, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. আনিছুর রহমান মোল্লা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মনির মল্লিক প্রমুখ ।
স্মারকলিপি প্রদান শেষে মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম বলেন, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল্য খরচের চেয়ে অনেকগুন কম পাচ্ছেন কৃষকরা। ধানের ন্যায্য মূল্য দিতে হবে সরকারকে। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান তিনি। পাশাপাশি পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ারও দাবি জানানো হয়।