নারায়ণগঞ্জের কন্ঠ:
২০১৮ সালে আড়াইহাজার থানার পৃথক দুটি নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আড়াইহাজার থানা বিএনপির অঙ্গসংগঠনের ৮৭ জন নেতা-কর্মী ।
সোমবার ( ২২ জুলাই ) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তারা ।
আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৮ সালে আড়াইহাজার থানার পৃথক দুটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আড়াইহাজার থানা বিএনপির অঙ্গসংগঠনের ৮৭ জন নেতা-কর্মী ।
আসামিরা হলেন জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু, সহ যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, সদস্য আফজাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মতিউর রহমান মতি, আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক শফি উদ্দিন শফু, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকারী, আড়াইহাজার থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, ছাত্রদল নেতা জহির মোল্লা, জহিরুল ইসলাম প্রমুখ ।