নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাও এবং এ কে এম সামসুজ্জোহা স্টেডিয়ামকে একত্রিত করে পবিত্র ঈদুল আযহার জামাত বৃহত্তর আকারে করার আয়োজন সম্পন্ন হয়েছে।
রোববার দুপুরে তা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, গত বছর দেড়লাখ মুসুল্লির সমাগম হয়েছিল বিশাল এই ঈদ জামাতে। এবার আশা করছি গতবারের চেয়ে আরো বেশি মানুষ নামাজ আদায় করবে। তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী বছর ঈদ জামাতে অংশ নিতে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হবে।
শামীম ওসমান আরো বলেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। যেহেতু আগামীকাল বৃহৎ ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হবে, লাখ লাখ মুসুল্লি নামাজ আদায় করবে, তাই ঈদগায়ের চারপাশের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। একই সাথে যারা পশু কোরবানি দিচ্ছেন তারা নিজ দায়িত্বে গরুর রক্তসহ সব কিছু পরিস্কার করে দিবেন। কারণ সরকারে একার পক্ষে কাজ করা সম্ভব নয়। আমাদের নিজেদেরও সচেতন হতে হবে।