নারায়ণগঞ্জের কন্ঠ:
ফকির নীট ওয়্যার গ্রুপের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে মানববন্ধন করেছেন আল-জয়নাল গ্রুপের কর্তাকর্তা-কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আল-জয়নাল গার্মেন্টাস এন্ড হোসিয়ারীর লেবার অফিসার গোলাম কাদির’র সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত বক্তারা শংকা প্রকাশ করে জানান, ফকির গ্রুপের লোকজন হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আমাদের জায়গা দখল করতে চাচ্ছে। হাইকোর্টে মামলা নং ১৫৩/১৯ সিভিল রুল ২৯০/১৯ মামলা স্থিতি অবস্থায় রাখতে দু পক্ষকেই আদেশ দেন। কিন্তু গত ২১ আগষ্ট মধ্যরাতে ফকির নীট ওয়্যার লি: এর মালিক আক্তারুজ্জামানের পরোক্ষ মদদে তাদের সিকিউরিটি ইনচার্জ মনির সহ ২০ থেকে ৩০জন আমাদের মালিকানা জমিতে প্রবেশ করে কেয়ার টেকার ও দারোয়ানকে মারধর করে। এ বিষয়ে গত ২২ তারিখে ফতুল্লা থানায় একটি ডায়েরী করা হয়। যার নং ১১০৭।
এ সময়ে তারা তাদের বক্তব্যে ফকির নীট ওয়্যার যে কোন মাদক, আগ্নেয়াস্ত্র রেখে বড় ধরনের অপরাধ সংঘঠিত করতে পারে বলেই শংকা প্রকাশ করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জানে আলম লালা, বাবলু, পলাশ, সজিব প্রমুখ।