নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আল-জয়নালের বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান , ট্রাংকলরী মালিক সমিতির নেতৃবৃন্দ ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান , ট্রাংকলরী মালিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ওনারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ডভ্যান , ট্রাংকলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান বলেন, আমাদের ট্রাক মালিক সমিতির সকল সদস্য ও নেতাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার টাকা একত্রিত করে, ২০০১ সালে আমারা কুদরত আলীর ওয়ারিশ থেকে একটি জমি ক্রয় করি কিন্তু ২০০৬ সালে আল-জয়নাল কুদরত আলীর ওয়ারিশদের কাছ থেকেই আম মোক্তারনামা নিয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে ঐ জমির মালিকানা দাবি করেন। এবং জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্তেও ২০১৬ ও ২০১৭ সালে এই জমি দখলের সেষ্টা করেন তিনি। এবং সর্বশেষ গত ৯ তারিখ অশুরার দিন রাতে ঐ জমিতে ঘর তুলতে যায় তিনি। এ সময় আমরা ফতুল্লা থানায় অভিযোগ করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোর্স পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, ইতিপূর্বে আল জয়নালকে চাঁদাবাজি মামলায় পুলিশ গ্রেফতার করেছে । এবং সে জেলা আইনজীবী সমিতির সভাপতির জায়গা জোরপূর্বক দখলের চেষ্টাও জেল খেটেছে । আমরা পুলিশ সুপারের কাছে লিখিত ভাবে অভিযোগ করেছি । যদি আমাদের ট্রাক মালিক সমিতির এই জায়গা আবার অবৈধ ভাবে দখল করা হয়, তাহলে আমরা সকল পরিবহন সেক্টরের শ্রমিকরা একজোট হয়ে ধর্মঘটের ডাক দেবো।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ড ভ্যান, ট্রাংকলরী মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু, কর্যকরী সহ-সভাপতি হাজী তাইজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মোঃ তুহিন, দপ্তর সম্পাদক আবু তাহের প্রমুখ।