শুরু থেকে শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে পাত্তাই পেল না ভায়াদোলিদ। লা লিগার ম্যাচটিতে যারা চোখ রেখেছিলেন তারা নড়েচড়ে বসার আগেই গোল হজম করে বসল ভায়াদোলিদ। ম্যাচের দ্বিতীয় মিনিটে ল্যাংলেটের গোলে বার্সেলোনা এগিয়ে যায়। তবে সমতায় ফিরতেও খুব বেশি দেরি করেনি ভায়াদোলিদ। ১৫ মিনিটেই কিকো অলিভাসের গোলে সমতায় ফেরে ন্যু ক্যাম্পের অতিথিরা। তবে ওই এক গোল শেষ পর্যন্ত সান্ত্বনাই হয়ে রইল অতিথিদের কাছে। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজরা।
দ্বিতীয় মিনিটে ল্যাংলেটের গোলের পরেও ১৫ মিনিটে অতিথিরা সমতায় ফিরলেও খুব বেশি সময় সমতা ধরে রাখতে পারেনি। ২৯ মিনিটে ভিদালের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। ২-১ গোলে এগিয়ে থাকা কাতালানদের প্রথমার্ধেই আরও এক গোলে এগিয়ে দেন মেসি। ভিদালের গোলের মিনিট পাঁচেক পর অতিথিদের বুকে ছুরি চালান আর্জেন্টাইন এই গোলমেশিন।
প্রথমার্ধ ৩-১ স্কোরলাইনে শেষ হলেও দ্বিতীয়ার্ধে অতিথিদের আরও চেপে ধরে বার্সেলোনা। ৭৫ মিনিটে মেসি তার জোড়া গোল পূরণ করেন। ততক্ষণে স্কোরলাইন ৪-১। মেসির গোলের পর সুয়ারেজও অপেক্ষা করে থাকেননি। মিনিট দু-এক পর সুয়ারেজের গোলে বেশ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।