তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সিরিজ বাঁচানোর মিশন। রাজকোটে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ভারতীয় দলে দুই একটা পরিবর্তন দেখা যেতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচের আগে ভারত অধিনায়কের প্রধান চিন্তা দলে বোলিং বিভাগ নিয়ে। একাদশে পরিবর্তন আসলেও সেটা বোলিং বিভাগে হওয়ার সম্ভাবনাই বেশি।
রোহিতের চিন্তার কি শেষ আছে? ওপেনার শিখর ধাওয়ানের ফর্মে না থাকা। পেসারদের ডেথ ওভারে মার খেয়ে যাওয়া। ডিআরএস নিয়ে ঋষভ পন্থের ভূমিকা। এই ম্যাচে মাঠে নামার আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে রোহিত অবশ্য ব্যাটসম্যানদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটিং ঠিকঠাকই হচ্ছে। তাই মনে হয় না আমাদের ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে। তবে পিচটা একবার দেখতে হবে। তার পরে চূড়ান্ত দল ঠিক করা হবে।’
পেস বোলিং বিভাগে পরিবর্তন আসতে পারে- এমন ইঙ্গিত দিয়ে রোহিত বলেছেন, ‘দিল্লির পিচ দেখে আমরা আগের ম্যাচের পেস বোলারদের বেছে নিয়েছিলাম। এবার রাজকোটের পিচ দেখার পরে ঠিক করব, আমাদের বোলিং লাইন কী হবে।’ তবে রোহিত কোনও নাম না বললেও শার্দূল ঠাকুরের নাম ভেসে উঠেছে। শোনা যাচ্ছে গত ম্যাচের ১৯তম ওভারে ৪ বাউন্ডারি খাওয়া খলিল আহমেদের জায়গায় আসতে পারেন তিনি। মনে করা হচ্ছে, খলিলের বাড়তি গতিকে কাজে লাগিয়ে ডেথ ওভারে তাকে বেদম পেটাচ্ছেন ব্যাটসম্যানরা।
রোহিত মনে করেন, দিল্লির চেয়ে রাজকোটের পিচে ব্যাট করা সহজ হবে, ‘পিচটা দেখে ভালোই লাগছে। রাজকোটে ব্যাটসম্যানেরা বরাবরই সাহায্য পেয়ে এসেছে। বোলারদের জন্যও পিচে কিছু থাকে। দিল্লিতে যে রকম পিচ পেয়েছি, তার চেয়ে ভাল পিচ হবে বলেই আমি নিশ্চিত। আমাদের কৌশল কী হবে, তা নিয়ে কিছু বলতে পারব না। তবে আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে আমাদের পরিকল্পনা অন্য রকম হবে। দিল্লির পিচের চরিত্র অনুযায়ী আমরা খেলেছিলাম। রাজকোটের পিচটা ভালো হলে আমরা নিজেদের খেলাটাও সেভাবে বদলে ফেলব।’