বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ১৯ বছর পার করেছে। কিন্তু এতো বছর পরও সাদা পোশাকে ধারাবাহিক হতে পারেনি। এমনকি নূন্যতম টেস্ট মানসিকতাও দেখা যায় না কারও মধ্যে। যার প্রমাণ মিলল ইন্দোর টেস্টে। মাত্র তিন দিনেই শেষ। এমনকি গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া ঐতিহাসিক ইডেন টেস্টও তাই হতে যাচ্ছে! কারণ মাত্র ৩০.৩ ওভারে ১০৬ রানে অল-আউট টাইগাররা।
টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, টেস্টে বাংলাদেশের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।
ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় আমাদের টেস্ট খেলায় ঘাটতি রয়েছে। দুই দলের পারফরম্যান্সে তাই ব্যাপক ব্যবধান। কোহলি শেষ বছরে ২৬টি টেস্ট খেলেছেন। আর বাংলাদেশের সব ক্রিকেটার মিলে ১৬টি টেস্ট খেলেছেন। এখানেই পার্থক্যটা। আমরা অভিজ্ঞতায় পিছিয়ে আছি।