নারায়ণগঞ্জের কন্ঠ:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরণে শোক যাত্রা ও মোমবাতি প্রজ্জলন করেছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দরা।
শনিবার ( ১৪ ডিসেম্বর ) রাতে চাষাড়া চত্বরে শোক যাত্রা শেষে শোক সভা ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে ‘জয় বাংলা’ স্লোগানের সাথে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানটি সংযুক্ত করে তা জাতীয়করণের দাবী জানান ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দরা।
‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সৈয়দ রনি আলমের সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি সৈকত বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রায়হান, সাবেক কর্ম বাস্তবায়ক সম্পাদক মনির, সাবেক শিক্ষা ও পাটচক্র সম্পাদক অভি, সাবেক নেতা সায়েক, ডঅঞঙ এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আল কাফি নিশান। ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন কাউসার ও মহারগর কমিটির গোলাম হায়দার সজিবের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ফরিদ হোসেন ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন জামান সৌরভ, সাংগঠনিক সম্পাদক যুবায়ের হোসেন নাইম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালি, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সুমনসহ পারভেজ আহমেদ রনক, আল-আমিন, সোহাগ জয়, ইকরামুল হাসান কেনন, আশরাফুল, মিনহাজ, আরমান, মাহবুবুর রহমান শুভ, সায়মন জয়, রাজীব, সাগর, ফরহাদ, আব্দুল মিয়া, শফিকুল ইসলাম শফিক, লিমন, সোহান, সায়েম, বাবু, তুষার, আল-সাফা সিডনী, শরীফ আহম্মেদ সানী, নাদিম প্রমূখ।