নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলনের মাধ্যমে পুনরায় জেলার সভাপতি কমান্ডার গোপিনাথ দাস , সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও মহানগরে সভাপতি লিটন চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে নির্বাচিত হয়েছেন ।
শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি ) সকালে নগরীর পুরান কোর্ট সংলগ্ন জেলা সরকারি গনগ্ৰন্থাগারে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । পরে দুপুরে জেলা গণগন্থগারে সম্মেলন কক্ষে সকল কাউন্সিলারদের অংশগ্রহণে কাউন্সিল অনুষ্ঠিত হয় । কাউন্সিলে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সকল কাউন্সিলদের সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা । আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয় ।
এর আগে সকালে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । নগরীর পুরান কোর্ট সংলগ্ন সরকারি গনগ্ৰন্থাগার থেকে ত্রি- বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি পুরান কোর্ট থেকে শুরু করে কালীবাজার হয়ে দুই নং রেল গেইট ঘরে প্রেসক্লাব হয়ে চাষাঢ়া গোল চত্বর ঘুরে গনগ্ৰন্থাগারে এসে সমাপ্ত হয়। র্যালিটিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।
পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । এসময়ে বেলুন ও পায়রা উড়িয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ডা. নিম চন্দ্র ভৌমিক ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, প্রধান বক্তা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য জয়ন্ত সেন দীপু, যুগ্ম সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, যুগ্ম সম্পাদক এড. তাপস কুমার পাল, এফবিসিসিআইর পরিচালক প্রবীর কুমার সাহা, সাবেক ট্রাস্টিজ পরিতোষ কান্তি সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক রঞ্জিত মন্ডল, নিমাই চন্দ্র দে, পিন্টু পলিকাপ পিউরীফিকেশন , সদস্য সচিব লিটন চন্দ্র পাল প্রমুখ ।