নারায়ণগঞ্জের কন্ঠ:
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে ।
শনিবার ( ২৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা চাষাঢ়া বালুর মাঠ ইসলাম হার্ট সেন্টারের পিছনে রেল ক্রসিংয়ের সামনে অবস্থান নেয় ।
পরে দশটার দিকে খালেদা জিয়ার মুক্তি চাই ব্যানার নিয়ে ইসলাম হার্ট সেন্টারের গলি দিয়ে ঢুকার চেষ্টা করলে সদর মডেল থানার পুলিশ এসে মহানগর বিএনপির নেতাকর্মীদের বাঁধা দেয় এবং তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে যায় । এবং এক পর্যায়ে পুলিশ বলে এখানে কোন কর্মসূচি করা যাবে আপনারা চলে যান ।
এ সময়ে এটিএম কামাল পুলিশের সাথে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয় । পরে এটিএম কামাল নেতাকর্মীদের নিয়ে রেল লাইনের সামনে দিয়ে উকিলপাড়ায় দিকে চলে যায় ।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম । কিন্তু পুলিশ এসে আমাদেরকে বাঁধা দেয় এবং ব্যানার কেড়ে নিয়ে যায় ।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি ( অপারেশন ) আঃ হাই বলেন, কোন কেন্দ্রীয় কর্মসূচি নাই । তারা কেনো আসছে তাই তাদেরকে চলে যেতে বলছি । তিনি আরও বলেন, মূলত জনসাধারণের চলাচলে যাতে করে বিঘ্ন না ঘটে সেই জন্যই আমরা বিএনপির নেতাকর্মীদের চলে যেতে বলছি । তারা চলে গেছে ।
উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান ছক্কুসহ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।