নারায়ণগঞ্জের কন্ঠ:
পরিবহন ধর্মঘট চলাকালে সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ বাসের গ্লাস ভাংচুর ও এক কলেজ ছাত্রীর গায়ে পোড়া মোবিল ছুড়ে মেরেছে আন্দোলনকৃত শ্রমিকরা । রবিবার (২৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব জানান, দুপুর ১২টার দিকে কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গেলে পরিবহন শ্রমিকরা সেটি আটকায়। এসময় ক্ষুব্ধ শ্রমিকরা কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসের গ্লাস ভাঙচুর করে। বাসের চালক মজিুবর রহমানের মুখমণ্ডলে পোড়া মোবিল লাগিয়ে দেয়। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে শ্রমিকরা শিক্ষার্থীদের দিকেও পোড়া মোবিল ছুড়ে মারে। এতে কয়েকজন শিক্ষার্থীর পোশাকে পোড়া মোবিল লেগে যায়।
অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। যেসব পরিবহন শ্রমিক কলেজের বাস ভাঙচুর করেছে, ছাত্রীদের গায়ে কালি ছুড়েছে। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হোক।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, পরিবহন শ্রমিকরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বহন করা গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর করেছে বলে শুনেছি। পরিবহন শ্রমিকদের ছোড়া পোড়া মোবিল ছাত্রীদের গায়ে লেগেছে। তবে বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। তার পরও পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) ইমরান হোসেন সিদ্দিকী জানান, সাইনবোর্ডে মহিলা কলেজের ছাত্রীদের বহনকারী কোনও গাড়ি পরিবহন শ্রমিকরা ভাঙচুর করেছে বা ছাত্রীদের গায়ে কালি ছুড়ে মেরেছে, এমন কোনও অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।