নারায়ণগঞ্জের কন্ঠ:
বন্দরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মৃত্যু হলেও বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজেটিভ অাসে। এরপর থেকেই প্রশাসনের লোকজনের তোড়জোর শুরু হয়।
জেলা সিভিল সার্জন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বন্দরের রসূলবাগ এলাকায় অবস্থান করছেন৷ কতোটুকু এলাকা লকডাউন করা হবে তা নির্ধারণ করতে তারা এলাকা ঘুরে দেখছেন৷
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২৩ নম্বর ওয়ার্ডের রসূলবাগ এলাকায় বসবাসরত ওই নারী করোনার উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ তার মৃত্যু হয়। পরে ঐ নারীর নমুনা পরীক্ষা করে তার দেহে করোনা সংক্রমনের প্রমাণ পাওয়া যায়।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা ওই এলাকায় আছি৷ বিস্তারিত তথ্য নিয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন৷
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর যে বাড়িতে থাকতেন আমরা সেই এলাকায় আছি৷