নারায়ণগঞ্জের কন্ঠ : বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ( ১০মে ) বাদ জুম্মা বন্দরের নবীগঞ্জ কদম রসুল দরগাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর তাঁতীদলের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সলিমুল্লাহ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক অপু রহমান, যুগ্ম আহ্বায়ক এন.আর.বি মামুন, হযরত আলী, বন্দর থানা তাঁতীদলের আহ্বায়ক জামান খান, যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ, যুগ্ম আহ্বায়ক কাজী খোকন, সদস্য মোঃ ইউনুছ, বন্দর থানা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শরীফ ফকির প্রমুখ।