নারায়ণগঞ্জের কন্ঠ : করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের নির্দেশনায় ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের নেতৃত্বে অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের নেতাকর্মীরা।
বুধবার (৬ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের তত্ত্বাবধানে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের এক অসহায় কৃষকের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দেন জেলা তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ধান কাটায় সহযোগিতা করেন, জেলা তাঁতীদলের সভাপতি এড. শুক্কুর মাহমুদ, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, সাংগঠনিক সম্পাদক ডাঃ হামিদুল্লাহ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন সদস্য সচিব-আরিফ, আড়াইহাজার উপজেলার আহবায়ক সামসুল হক, সদস্য সচিব মির্জা আব্বাস আলী, পৌরসভার আহবায়ক আঃ জলিল, সদস্য সচিব রুবেল মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ আয়নাল, রূপগঞ্জ উপজেলার আহবায়ক নাহিদ ইউনুস, তারাব পৌরসভার সদস্য সচিব বাহার আলী, সোনারগাঁ উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ বাবলু, মোঃ মাসুম মিয়া, জেলার সদস্য আঃ মোমেনসহ জেলা তাঁতীদল নেতৃবৃন্দরা ।