en
মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

আজাদ- খোরশেদের বিরুদ্ধে মামলা দুপ্তারা ইউনিয়ন যুবদলের প্রতিবাদ মিছিল

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৬:৩১ পূর্বাহ্ণ
PicsArt 02 14 12.27.26

নারায়ণগঞ্জের কন্ঠ: আড়াইহাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়াসহ নেতাকর্মীর নামে মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল করেছে দুপ্তারা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের বান্টিবাজারে এই বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।

এসময়ে যুবদলের নেতাকর্মীরা বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাইজুল ইসলাম তাজু’র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, আলতাফ মোল্লা, সহ- সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মিয়া, দুপ্তারা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জাইদুল মোল্লা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন ভূইয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরসহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। এসময় বিএনপি নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন এবং ১৫ নেতাকর্মী আহত হন। 

পরে রবিবার (১২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) নুর ই আলম সিদ্দিকী বাদী হয়ে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিবসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় যুবদল নেতা ইয়াকুব (২৭)কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - লিড