নারায়ণগঞ্জের কন্ঠ:
সোনারগাঁয়ে দুটি আনার ফলের ভেতর বিশেষ কৌশলে ৮ হাজার পিছ ইয়াবা বড়ি পাচারকালে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার বিকেলে উপজেলার মেঘনা নিউ টাউন এলাকার আমপাতা রেষ্টুরেন্টের সামনে থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার দক্ষিণ সদর থানার জামমুড়া গ্রামের ফজলুল হক মিয়ার স্ত্রী খুকি বেগম (৫৫) এবং সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের রব মিয়ার ছেলে শাহালম (৪৫)।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তাদের দুজনের সাথে থাকা একটি ব্যাগে দুটি ডালিমের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কুমিল্লা থেকে আসা খুকি বেগম আমপাতা রেষ্টুরেন্টের সামনে তার ধর্ম (কথিত) ছেলে শাহ আলমের জন্য একটি কালো রঙের ব্যাগ হাতে নিয়ে অপেক্ষা করছিল। এসময় শাহআলম ব্যাগ নিতে আসলে পুলিশ তাদের ঘিরে ফেলে।
তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে দুটি আনার ফল পাওয়া যায়। এই ফল দুটির ভিতরে বিশেষ কৌশলে দুই হাজার পিছ করে চার হাজার পিছ ইয়াবা রাখা ছিল। এছাড়া আলাদা আরো চারটি প্যাকেটে এক হাজার পিছ করে চারহাজার পিছ ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো পাচারের কথা তাঁরা স্বীকার করেছে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ’নারায়ণগঞ্জে মাদকের কোন স্থান নেই। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’