নারায়ণগঞ্জের কন্ঠ:
শুধু নৌকা প্রতীক দেখে নয়, মানুষ চিনে ভোট দিতে দলীয় নেতাকর্মীসহ সাধারন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের প্রভাবশালী এমপি আলহাজ¦ এ কে এম শামীম ওসমান।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশীপুর ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
রবিবার (১৮ নভেম্বর) বিকেলে কাশীপুর ইউনিয়নের শিকদার বাড়ীতে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শামীম ওসমান বলেন, ‘আমি কোথাও ভোট চাই নাই, চাইবোও না। আমি টাকা খরচ করে কারো কাছে ভোট ভিক্ষা চাইবো না। আমি মনে করি আপনারা আমার চেয়ে বেশী বোঝেন। মনে রাখবেন সমস্যা কিন্তু আমার না, সমস্যা আপনাদের। আওয়ামীলীগেও নাটকবাজ লোক আছে। এর আগে কবরী এমপি ছিল। নৌকা মার্কাই তো হইছে, আওয়ামীলীগের প্রার্থী ছিল। মসজিদের টাকা চুরি কইরা খাইছে, কোন কাজ করে নাই। ওই আমলে তো কোন কাজই হয় নাই। তাই কেবল নৌকা দেইখেন না, মানুষ চিনেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন আসলে সবাই হাতে ধরে, মাথায় ধরে একটি ভোট চায়। অনেকেই মসজিদে যাবে, গিয়ে কমিটিকে হাত করবে। মসজিদে ৫ লক্ষ টাকা দিবে আর বলবে এতোদিন কেন বলেন নাই? স্কুলে যাবে টাকা দিবে। গরীব মানুষকে শাড়ী দিবে, লুঙ্গি দিবে। আর শাড়ী লুঙ্গির ভিতরে টাকা দিয়ে তাদের ঈমান কিনবে।’
শামীম ওসমান দাবী করেন, ‘আমি কিন্তু সেই লোক না। কারন আমি একটি পক্ষ, আর আমার মার্কা হইলো নৌকা। এই নৌকা এদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। এই নৌকা আমার মাকে মা বলার অধিকার দিয়েছে। আমরা যখন মেয়ে বিয়ে দেই তখন আমরা খোঁজ লই ছেলের পরিবার কেমন। তেমনি আপনারাও অনেক সচেতন। আপনারা খোঁজ নিবেন কে ভালো আর কে খারাপ। আপনারা যদি আমাকে ভোট না দেন তাহলে কি হবে? আমার মন খারাপ হবে। আমার নেতাকর্মীদের মন খারাপ হবে। কিন্তু আমি কাউকে ছোট করি না। এখন ভোট আসছে সামনে অনেক নাটক হবে। মানুষ চিনে তারপর ভোট দিতে হবে।’
বিএনপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শামীম ওসমান আরও বলেন, ‘আমি শামীম ওসমান ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে যেই কাজ করছি তার ৫০ ভাগের এক ভাগ কাজও আগের এমপি গিয়াস উদ্দিন, মরহুম সিরাজ সাহেব করেন নাই। আমি বিএনপিকে চ্যালেঞ্জ করতে চাই, যদি আমার ৫০ ভাগের একভাগ উন্নয়ণ আপনারা করে থাকেন তাহলে আমি নির্বাচন করবো না।’
তিনি সাধারন ভোটারদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কাকে ভোট দিবেন? যারা সারাদেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে মেরেছে, বিদেশ থেকে জাহাজ ভর্তি অস্ত্র গোলাবারুদ এনে দেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিল তাদের ভোট দিবেন নাকি যেই মহিলা সব কিছু হারিয়ে শুধু দেশের মানুষের ভাগ্য উন্নয়ণে কাজ করেছেন, তাকে ভোট দিবেন? চয়েজ আপনাদের। ধানের শীষেও যদি আপনারা ভোট দেন তাতেও আমার কোন আপত্তি নাই। আমার শুধু একটাই অনুরোধ আমি নেক্সট জেনারেশনের জন্য কাজ করতে চাই।’
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আইয়ুব আলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা জামান ডাক্তার, ফতুল্লা থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোমেন সিকদার, কাশীপুর ইউপি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খোকন, কাশীপুর ইউপি যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহাম্মেদ, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মোক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, বাচ্চু মিয়া, নাজির মিয়া প্রমুখ।