নারায়ণগঞ্জের কন্ঠ:
নক্সবন্দী-চিশতীয়া তরিকার অন্যতম খলিফা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম স্থপতি সাবেক পৌর চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকা চিশ্তি (রহঃ) এর ৩৬তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষ্যে ২দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারকের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযত ভাবে প্রথমদিন পালিত হয়।
মঙ্গলবার ( ২৯ জানুয়ারি ) সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি’র মাধ্যমে দিনের প্রথম কর্মসূচী শুরু হয়। এরপর বাদ আছর আহাম্মদ চুনকা চিশ্তি (রহঃ) এর মাজার শরীফে গিলাপ চড়ানো হয়। তাছাড়া মরহুমার পরিবারের সদস্য ছাড়াও নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওরশ মোবারকের কর্মসূচীর মধ্যে দিবাগত রাত ৯টা ৩০মিনিট সময়ে বাংলাদেশের প্রখ্যাত কাওয়াল এহেতাশাম নাদিম কাওয়ালের পরিবেশিত মজলিশের সামা অনুষ্ঠিত হয়। তাছাড়া ২য় দিবসের কর্মসূচীতে বুধবার ৩০ জানুয়ারী বাদ জোহর থেকে তাবারক পরিবেশ এবং বাদ আছর মজলিশে সামা কাওয়ালী শেষে আখেরী কুলের মাধ্যমে ওরশ মোবারকের ২দিন ব্যাপী কর্মসূচীর সমাপ্তি হবে।