নারায়ণগঞ্জের কন্ঠ: গত বৃহস্পতিবার নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের আতংকিত হামলায় আহত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি ও সরকারি তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।
শনিবার ( ১৩ নভেম্বর ) দুপুরে সকালে শহরের মাসদাইরে রিয়াদের বাসভবনে যান তারা। এসময়ে তারা রিয়াদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সহ-সভাপতি হায়দার আলী প্রমুখ।