নারায়ণগঞ্জের কন্ঠ:
” শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে ” ইশারা ভাষা সকলের অধিকার” এই শ্লোগানে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার ( ৭ ফেব্রুয়ারি ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল বারী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি প্রতিবন্ধী যাতে নিজের সীমাবদ্ধতা নিয়ে ও স্বনির্ভর হয়ে বাঁচতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং তা সমাজ সেবা বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করছে।
তিনি আরোও বলেন, প্রতিবন্ধীরা তাদের মনের ভাব প্রকাশের জন্য তারা ইশারায় আমাদের অনেক কিছু বুঝাতে চায়। তাদের মনের ভাবগুলোকে বুঝে আমাদের প্রাধান্য দিতে হবে। প্রতিবন্ধীরা যাতে সমাজ এবং পরিবারের বোঝা না হয়ে দেশের সম্পদ হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারে সরকার তার বাস্তব সম্মত উদ্যোগ নিয়েছে। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা সেবা কার্যালয়ের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত ) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মোঃ শামসুজ্জামান ভাষানী, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ বিএম আরিফ হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মিয়া ফিরোজ , বন্দর উপজেলা সমাজসেবা অফিসার মোক্তার হোসেন, শহর সমাজসেবা অফিসার মোছাঃ শিখা সরকার প্রমুখ ।