নারায়ণগঞ্জের কন্ঠ : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদের এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে ঈদের নামাজের পরপরই শিশু খাদ্য ও উপহার সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ছুটে গিয়েছেন নারায়ণ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান। করোনা সঙ্কট মোকাবেলায় মোকাবেলায় তার ধারাবাহিক উপহার সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
সোমবার (২৫ মে) সকালে ঈদের নামাজ শেষে নাসিক ৮নং ওয়ার্ডেবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার সামগ্রী পৌঁছে দেন ।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সানাউল্লাহ, মেহেদী হাসান, রেদওয়ান ও শাওন মাঝি।
এ বিষয়ে সাগর প্রধান বলেন, আমি মনে করি এবারের ঈদ একটু ভিন্ন মাত্রার। প্রতিবার আমরা ঈদ উপলক্ষে নানা আয়োজনে মেতে উঠি সারাদেশ বাসী । কিন্ত এবার করোনা কারণে দীর্ঘ দিন যাবত লকডাউন চলমান থাকায় অনেকেই বেকার হয়ে ঘরে বসে আছে, অর্থের অভাবে অনেকের ঘরে খাবার জোগাড় করা কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। তার উপর আবার স্বাস্থ্যবিধি না মানলে আমরা সবাই করোনা আক্রান্ত হওয়ার শংকায় আছি। তাই এবার ঈদের আমি আমার ওয়ার্ডে বসবাসরত করোনা সঙ্কটে পড়া মানুষের সাথে আমার ঈদের আনন্দ ভাগাভাগি করা চেষ্টা করছি। সবাইকে বলবো বেঁচে থাকলে আবার আমরা ঈদের আনন্দ সবাই মিলে মেতে উঠতে পারবো, সবাই এবার ঈদের অযথা বাইরে ঘুরাফেরা না করে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকুন।
বৃত্তবানদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃত্তবানদের যেহেতু আল্লাহ তৌফিক দান করেছেন। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অসহায় মানুষের পাশে দাড়ান যাতে করোনা সঙ্কটে পড়া মানুষগুলো কষ্ট না পায়।
প্রসঙ্গত, দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে একের পর এক কর্মসূচী দিয়ে জনগনের পাশে আছেন নারায়ণ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান। তার ধারাবাহিক কর্মসূচীর মধ্যে উপহার সমগ্রী বিতরন কার্যক্রম ও সেচ্ছাসেবীদের সচেতনতামূলক কর্মকান্ড চলমান রয়েছে।