নারায়ণগঞ্জের কন্ঠ:
২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। তবে ১ ফেব্রুয়ারি শুক্রবার পড়ায় একদিন পর ২ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হচ্ছে।
সময়সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে গিয়ে নিজ আসনে বসতে হবে। প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৭ ফেব্রুযারি থেকে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে।