নারায়ণগঞ্জের কন্ঠ:
বন্দরের কদম রসুল দরগাহ পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ৬ টি মহিষ, ৬ টি গরু, চাল, ডাল, তেলসহ যাবতীয় মালামাল দিয়েছেন নারায়নগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। রোববার সন্ধ্যায় তার পক্ষে দরগাহ’র খাদেমদের কাছে এ সকল মালামাল হস্তান্তর করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুুলাল প্রধাণ। মূলতঃ নবীগঞ্জ কদম রসুল দরগাহ’র বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে সেলিম ওসমান এমপি’র নিজস্ব অর্থায়ন হতে এগুলো তুলে দেয়া হয়। দরগাহ’র গ্রহণকারী খাদেমরা হলেন নজরুল ইসলাম, মোঃ সেলিম,শাহীন,সাদেকুর ইসলাম নিলু। এমপি সেলিম ওসমানের অনুদান প্রদানের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দরগাহ মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম দোয়া করেন। প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আতœার মাগফেরাত কামনা ও সেলিম ওসমান এমপি এবং শামীম ওসমান এমপির দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল,ফারুক প্রধান, লিটন, কালুন মিয়া, হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,অনিক তালুকদার অপু প্রমুখ।
উল্লেখ্য যে, সেলিম ওসমান এমপি হওয়ার পর থেকে প্রতি বছর ১২ই রবিউল আউয়াল উপলক্ষে কদম রসুল দরগাহ’র খাদেমদের কাছে এগুলো দিয়ে যাচ্ছেন।