নারায়ণগঞ্জের কন্ঠ: কারাবন্দি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী যুবদল নেতা সহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ যুবদল নেতা ওসমান গনি।
এক বিবৃতিতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওসমান গনি বলেন, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের পূর্বে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও গায়েবী মামলা দায়ের সরকার। ঠিক তেমনি সিদ্ধিরগঞ্জ থানার একটি মিথ্যা ও গায়েবি মামলায় যুবদল নেতা সহিদুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সহিদুল ইসলামসহ সকল রাজবন্দীদের নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি রাজনৈতিক মামলায় যুবদল নেতা সহিদুল ইসলামসহ চারজনকে জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৬ মার্চ) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন। উচ্চ আদালত থেকে নেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হলে নিম্ম আদালতে আত্মসমর্পনের পর ৫ বিএনপি নেতা জামিন আবেন করলে আদালত একজনের জামিন মঞ্জুর করে বাকি চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।