en
শনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯ | ২৮শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

‘কারো ইশারায় খেইলেন না, আমরা কিন্তু খেলতে জানি : শামীম ওসমান’

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
সেপ্টেম্বর ৭, ২০১৯ ৫:৫৯ অপরাহ্ণ
PicsArt 09 07 11.54.38

নারায়ণগঞ্জের কন্ঠ:

প্রশাসনকে হুঁশিয়ারি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘কারো ইশারায় খেইলেন না। আমরা কিন্তু খেলতে জানি। এই নারায়ণগঞ্জে জিয়াউর রহমান পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়াও পারেনি| আর এখন তো শেখ হাসিনার বাংলাদেশ, তাই কেউ খেলতে গেলে আমাদের সঙ্গে পারবেন না।’

শনিবার ( ৭ সেপ্টেম্বর ) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘রুখে দাঁড়াও স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে’ স্লোগান নিয়ে সমাবেশটি ডাকেন শামীম ওসমান নিজেই।

প্রায় সোয়া ঘণ্টার বক্তব্যে শামীম ওসমান স্থানীয় পুলিশ প্রশাসন এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মেয়র সেলিনা হায়াত আইভীকে ইঙ্গিত করে বিভিন্ন হুমকি দেন। ওসমান পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও  তোলেন তিনি।

প্রশাসনকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘আমরা সেই ছোটবেলা থেকেই পুলিশের লগে খেলি। এই আগডুম-বাগডুম পুলিশ-পুলিশ খেলা আমরা ছোটবেলা থেকেই খেলি। বাপ-দাদার আমল থেকেই পুলিশ-পুলিশ খেলা খেলি।’এ সময় সামনে উপস্থিত পুলিশকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘পুলিশ ভাইয়েরা আপনারা কিছু মনে কইরেন না।’

শামীম ওসমান বলেন, ‘কিছুদিন পর হয়তো দাদা হয়ে যাব। বয়স হয়ে গেছে। সে জন্য অনেকের অনেক কিছু সহ্য করি, তা নয় কিন্তু।’

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শামীম ওসমান বলেন, ‘গুজবে ছেলে ধরা সন্দেহে সিদ্ধিরগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা করা হলো। কিন্তু আসামি করা হলো ১ নং থেকে ১০ নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের ৭৪ জন নেতাকর্মীকে।’

‘এসপির সঙ্গে কথা বলেছি। তিনি দায়িত্বশীল ব্যক্তি। তিনি বলছেন নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না, মামলা থেকে অব্যাহতি দেয়া হবে। আর যে পুলিশ কর্মকর্তা এটা করেছেন তার বিরুদ্ধে এসপি সাহেব ব্যবস্থা গ্রহণ করবেন। আমি এসপি সাহেবের কথায় বিশ্বাস রাখতে চাই।’

এক-এগারোর সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল দাবি করে শামীম বলেন, ‘ওই সময় একজন এএসপি ও সদর থানার ওসি আমাকে ফোন করে জানিয়েছিলেন আমাকে গ্রেপ্তার করা হবে, আমাকে মেরে ফেলা হবে। তাদের মতো পুলিশ কর্মকর্তা এখন দেখি না। এখন তো সবাই আওয়ামী লীগ।’

এ সময় শামীম ওসমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা যদি চাই নারায়ণগঞ্জের সব রাস্তাঘাট অচল করে দেব, তাহলে কি আমরা সেটা পারব?’ নেতাকর্মীরা স্লোগান দিয়ে বলেন ‘হ্যাঁ’। শামীম ওসমান আবার বলেন, ‘যদি চাই ঢাকা-চট্টগ্রাম সড়ক বন্ধ করে দেব, যদি বলি ঢাকা-সিলেট সড়ক বন্ধ করে দেব, আমরা কি এসব করতে পারব?’ তখন নেতাকর্মী হ্যাঁসূচক স্লোগান দেন।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শামীম ওসমান বলেন, ‘একজন মধ্যম সারির পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জের সাংবাদিকদের মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে বলেন আমার লোকজনদের বিরুদ্ধে নিউজ করতে। এর বিরুদ্ধে করেন, ওর বিরুদ্ধে নিউজ করেন। আরে পুলিশ ভাই নারায়ণগঞ্জের সাংবাদিকেরা নারায়ণগঞ্জের সন্তান। আপনি তাদের ম্যাসেজ পাঠান আর সেই ম্যাসেজ তারা আমাকে দেখায়, এই যে দেখেন আপনার নেতাকর্মীদের বিরুদ্ধে নিউজ করতে বলছে। এ বিষয়ে আমি এসপিকে বলেছি- এসপি বলেছেন ব্যবস্থা নেবেন।’

সমাবেশে শামীম ওসমান তার প্রধান প্রতিদ্বন্দ্বী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে ইঙ্গিত করে বলেন, ‘আমার মতোই একজন জনপ্রতিনিধি তিনি। গাড়ি থেকে নেমে ফুটপাত থেকে হকারদের লাথি মেরে নামিয়ে দিচ্ছেন। লাথি দেয়ার আগে একবারও চিন্তা করছেন না হকারদের পেটে লাথি মারছেন। তারা কীভাবে সংসার চালাবে? তারা কি ইয়াবা বিক্রি করে সংসার চালাবে? আমার নেত্রী আপনাকে নৌকা প্রতীক এ কারণে দেননি আপনি হকারদের আয়ের ব্যবস্থা না করেই তাদের পেটে লাথি মারবেন। গরিব-দুঃখী  মানুষের পেটে লাথি মারতে আমার নেত্রী আপনাকে নৌকা প্রতীক দেননি।’

ব্যঙ্গ করে শামীম ওসমান বলেন, ‘আপনি নৌকা নিয়ে নির্বাচিত হয়ে এখন বলছেন আপনি কোনো দল করেন না। দল বোঝেন না। আবার নির্বাচন এলে নৌকার জন্য ভে ভে করে কাঁদবেন। সামনে আর তা হবে না। নৌকার জন্য কাঁদলেও আর পাবেন না।’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ জেলাঔ পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সোনারগাঁও আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত
PicsArt 12 26 09.29.49

নারায়ণগঞ্জ শহরে রেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪

PicsArt 11 30 08.45.47

শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন ও সমৃদ্ধির সুবাতাস বইছে : কাউন্সিলর দুলাল

PicsArt 10 18 09.30.06

বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করলেন : কাউন্সিলর বিন্নি

PicsArt 11 19 08.44.54

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবগঠিত মহানগর যুবদলের দোয়া: নেতাকর্মীদের ঢল

PicsArt 04 26 10.13.57

মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলা মোহাম্মদ উল্লাহ লিটনের নিন্দা ও প্রতিবাদ

PicsArt 01 19 09.39.24

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আড়াইহাজারে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

PicsArt 10 14 12.32.18

আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি কবির, সদস্য সচিব খোরশেদ

PicsArt 02 12 05.17.17

আজাদসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মহানগর যুবদলের নিন্দা

PicsArt 05 11 10.19.35

সোনারগাঁয়ে রাস্তার কাজের উদ্বোধন ও জাতীয় পার্টির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

PicsArt 04 07 12.48.01

আড়াইহাজারে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে হামলা ভাংচুরের অভিযোগ