নারায়ণগঞ্জের কন্ঠ: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ’র কাছে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার ( ২৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জাহিদ হাসান রোজেল, এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সদস্য রিয়াদ মোঃ চৌধুরী, জুয়েল আহমেদ, মো. রুহুল আমিন শিকদার, একরামুল কবির মামুন, মোশাররফ হোসেন, গুলজার হোসেন, খন্দকার মনিরুল ইসলাম, নজরুল ইসলাম টিটু, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।