নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্যদিয়েই এদেশের হারানো গনতন্ত্র পুনঃ উদ্ধার করা হবে । তাই যুবদলের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হতে হবে । ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে অবৈধ এ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ।
বুধবার ( ২৩ অক্টোবর ) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল করার লক্ষ্যে সোনারগাঁ থানা যুবদলের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন ।
তিনি আরও বলেন, আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরে র্যালীর আয়োজন করা হয় । প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীকে সফল করার লক্ষ্যে সোনারগাঁ থানা যুবদলের নেতাকর্মীদের বিপুল সমাগম ঘটাতে হবে । সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীকে সফল করতে হবে ।
জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ আশরাফ মোল্লার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবদল নেতা আশরাফ প্রধান । আরোও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সহ সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, সোনারগাঁ পৌর যুবদলের মফিজুর রহমান সোহেল, মোঃ জাহের, আবু সাঈদ, সোনারগাঁ থানা যুবদলের আশ্রাফ ভূইয়া, সানাউল্লাহ সানু, মোহন, খোকন সিকদার, রবিউল, আমজাদ, আলমাছ, ফয়সাল, দেলোয়ার হোসেন দুলু, আমির আবু সাঈদ, মিজান গোলজার, আব্দুল আলী, ডাঃ সানোয়ার প্রমুখ ।