নারায়ণগঞ্জের কন্ঠ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মহানগর শ্রমিকদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
সোমবার ( ৯ অক্টোবর ) বিকেল তিনটায় নগরীর চাষাড়া মিশন পাড়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে মহানগর বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষ্যে তিনটার দিকে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে মহানগর শ্রমিকদলের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলামের ও সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই রিঙ্কু, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, মো: সেলিম, সদস্য আ: মতিন ভূইয়া, বিল্লাল হোসেন, আল আমিন, জামাল, অলিক, আজিম সরদার, মানিক, শাহীন, জাহাঙ্গিরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।