নারায়ণগঞ্জের কন্ঠ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎবার্ষিকী ও বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং কারামুক্তি কামনায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) ফতুল্লা রেলষ্টোশনে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেনের উদ্যোগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ছিলেন অলিউল্লাহ খোকন, ফারুক আহমেদ, সেলিমুজ্জামান সেলিম, কবির হোসেন, সানোয়র হোসেন, নান্নু দেওয়ান প্রমূখ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, শহীদ জিয়া ১৯৭১ সনে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষনা দিয়ে রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন এবং পাক বাহিনীকে পরাস্ত করে স্বাধীন লাল সবুজ পতাকা নিয়ে ব্যারাকে ফিরে গেছেন। আজ আওয়ামীলীগের অনেকে শহীদ জিয়াকে অস্বীকার করতে চায়, আমি তাদের উদ্দ্যশো বলতে চাই আওয়ামীলীগে কতজন রণাঙ্গণের মুক্তিযোদ্ধা আছে তারা তো যুদ্ধ অংশগ্রহন না করে ভারতে রঙ্গমঞ্চে ব্যস্ত ছিল। আমি মনে করি যারা শহীদ জিয়াকে অবজ্ঞা করে তা দেশের স্বাধীনতাকে অস্বীকার করে।
রুহুল আমিন শিকদার অবিলম্বে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা জন্য বিদেশ পাঠানোর দাবি জানান।