নারায়ণগঞ্জের কন্ঠ : নারায়ণগঞ্জে চতুর্থ দিনেও সচিবালয়ের ন্যায় তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পদবি পরিবর্তন,পদোন্নতির সুযোগ সৃষ্টি ও বেতন গ্রেড উন্নয়নের দাবীতে কর্মবিরতি পালন ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন সংগঠনটি । এছাড়াও কর্মচারীরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেন।
কর্মবিরতি কর্মসূচী পালন কালে বক্তারা অবিলম্বে তাদের ন্যায দাবী বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রীর প্রতি আহ্বান জানান। যতদিন না পর্যন্ত তাদের ন্যায দাবী বাস্তবায়ন হচ্ছে ততদিন তারা আন্দোলন করে যাবে বলেন। তারা আরও বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নারায়ণগঞ্জেও কর্মসূচি পালন করছি । প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। আমাদের এই কর্মসূচি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এছাড়াও একই দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালনে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন,কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর সভাপতি প্রাণ কৃষ্ণ,সাধারণ সম্পাদক আবুল হোসেন শিকদার,অফিস সহকারী আক্কাস,নাজমা সুলতানা,আনোয়ার হোসেন, সোলাইমান মিয়া,আব্দুর রহমান,বাবুল আক্তার, হানিফ রহমান, সেকান্দার,কৌশিক প্রমুখ।