নারায়ণগঞ্জের কন্ঠ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জনসমাবেশকে সফল করতে বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে বন্দর উপজেলা বিএনপি।
সোমবার( ৩১ জুলাই ) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায়নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ জনসমাবেশ করেছে মহানগর বিএনপি।
এসময় বন্দর উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে স্লোগানে স্লোগানে জনসমাবেশে অংশগ্রহণ করেন।
বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন শিশির, সাবেক যুগ্ম আহ্বায়ক ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত উল্লাহ মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মো. মহসিন, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহিন শাহ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজনসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।