নারায়ণগঞ্জের কন্ঠ:
শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ জেলায় সার্বিক ভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সাফল্যের সাথে দায়িত্ব পালন এবং সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দূর্গাপূজা উদযাপন করায় জেলা পুলিশ, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নান্দনিকতায় সাতটি টি থানার সাতটি টি নির্বাচিত “শ্রেষ্ঠ দূর্গাপূজা মন্ডপ” কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে ।
রবিবার ( ২৮ অক্টোবর ) বিকেলে ফতুল্লাস্থ পুলিশ লাইন হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান পিপিএম বিপিএম ( বার ) ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পিপিএম, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপিনাথ দাস, সভাপতি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল), অতিরিক্ত পুলিশ
সুপার (খ-সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সিনিঃ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল), সিনিঃ সহকারী পুলিশ সুপার (সদর), সিনিঃ সহকারী পুলিশ সুপার (ট্রাফিক), সহকারী পুলিশ সুপার (প্রবি:)গণ ও সকল থানার অফিসার ইনচার্জসহ নিযুক্ত শ্রেষ্ট পূজা মন্ডপের প্রতিনিধি বৃন্দ।
আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ কৃষ্ণ কালি পূজা মন্ডপ, ফতুলা শীষমহল, বন্দর কালী লেজরার্স সার্বজনীন পূজা মন্ডপ, সিদ্ধিরগঞ্জ গোদনাইল হাজীরবাগ দক্ষিণ জেলেপাড়া পূজা মন্ডপ, সোনারগাঁও পঞ্চমীঘাট অমল পোদ্দারের বাড়ী শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ, আড়াইহাজার শ্রী শ্রী লোকনাথ ব্রাক্ষমচারী আশ্রম দূর্গা পূজা মন্ডপ, রূপগঞ্জ ভোলতা কালাচান সরকার বাড়ী দূর্গা পূজা মন্ডপ ।