নারায়ণগঞ্জের কন্ঠ:
নাগরিক সেবা উদ্ভাবনী উদ্যোগে সমূহের জেলা প্রর্যায়ের ইনোভেশন শোকেসিং মেলা অনুষ্ঠিত ।
রবিবার ( ১২ মে ) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে জেলা প্রশাসনের আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক রাব্বী মিয়া ফিতা কেটে জেলা প্রর্যায়ের ইনোভেশন শোকেসিং মেলার শুভ উদ্বোধন করেন ।
উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ -৬২ এর এসপিপি এস এম হাবিব ইবনে জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মনিরুল ইসলাম, র্যাব – ১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ ।
জেলা প্রর্যায়ের ইনোভেশন শোকেসিং মেলায় সরকারি ১৫ টি দপ্তর অংশগ্রহণ করেন ।