নারায়ণগঞ্জের কন্ঠ: জুমা’র নামাজ আদায়ের মাধ্যেমে তল্লা সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। এই মসজিদটি খানপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাধ্যেমে পরিচালিত হবে। নতুন মসজিদ নির্মাণের পর গতকাল প্রথম এই মসজিদটিতে জুমা’র নামাজ আদায় করেছেন মুসুল্লিগন। নামাজ শেষে এই মসজিদের জন্য যিনি এই জায়গা দান করেছেন মরহুম হাজী ইসমাহিল সরদারসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন খানপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শেখ মাসউদুর রহমান। এরপূর্বে মসজিদটিতে জুমা’র নামাজের ইমামতী করেন হাফেজ মাওলানা জোনায়েদ।
খানপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাধ্যেমে তল্লা সবুজবাগ এই মসজিদটি পরিচালিত হবে। তাই মসজিদটি পরিচালিত হওয়ার জন্য খানপুর কেন্দ্রীয় মসজিদ থেকে ৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির আলহাজ্ব মাহবুবুরহমান মারুফ জানান, খানপুর এলাকার মো. আলউদ্দিন মিয়ার পুত্র প্রবাসী মইনদ্দিন সেলিম এই মসজিদ নির্মাণে অনেক সহযোগিতা করেছেন। মসজিদ নির্মাণে এই সহযোগিতা’র তালিকায় আরো অনেকেই রয়েছেন। এসময় সামসুজ্জামান ভাষানী মসজিদটিতে যাতে মুসুল্লিরা ভাল করে নামাজ পড়তে পারেন এ জন্য সবার দোয়া চান।
সভাপতি আলহাজ্ব সুজাত আলী, সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-সভাপতি মো. মইনদ্দিন সেলিম (প্রবাসী), আলহাজ্ব সিদ্দিকুর রহমান, আলহাজ্ব জাকির হোসেন জুয়েল, হাজী সেলিম সিদ্দিক, মো. শাকিল শেখ, যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমিন ভূইয়া, মো. নূরুল ইসলাম, মো. শাহ জামাল, মো. সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, হাজী জি এম জাকারিয়া, মো. আল-আমিন, মো. আক্তার নুর, অর্থ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সহ- অর্থ সম্পাদক হাজী আব্দুল আউয়াল বেপারী, মো. হানিফ, মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. বাদল হোসেন, হাজী মো. মকসুদ, হাজী মো. সোহেল, প্রচার সম্পাদক মো. আলেক চান, সহ- প্রচার সম্পাদক এম.এ.সাউথ, মো. মোরশেদ, কার্যকরি সদস্য আলহাজ্ব নুরুজ্জামান সরদার, সামসুজ্জামান ভাষানী, আলহাজ্ব মাহবুবুরহমান মারুফ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও আলমগীর কবির বকুলসহ অনেকে।