en
শনিবার , ২ মার্চ ২০১৯ | ২৪শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

তিন উপজেলায় নৌকার মাঝি শাহজাহান, মোশারফ, হেলো সরকার

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
মার্চ ২, ২০১৯ ৩:১৫ অপরাহ্ণ
PicsArt 03 02 09.10.21

নারায়ণগঞ্জের কন্ঠ:

চতুর্থ ধাপের জেলা পরিষদ নির্বাচনের নারায়ণগঞ্জের তিনটি উপজেলা পরিষদের প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ চমক দিয়ে নৌকা প্রতীকে রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, আড়াইহাজার উপজেলায় সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মুজাহিদুর রহমান হেলো সরকার এবং সোনারগাঁ উপজেলায় সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের নাম চূড়ান্ত করা হয়। 

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গুভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সভায় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের জন্য ১২২টি উপজেলা পরিষদের আওয়ামী লীগ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

রূপগঞ্জ, সোনারগাঁ এবং আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলেও নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলায় প্রার্থীর নাম এখনো চূড়ান্ত করেনি দলটি।

এদিকে তিন উপজেলায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণায় আনন্দের বন্যা বইছে নির্বাচিতদের সমর্থকগোষ্ঠীদের মধ্যে। মনোনিত হওয়া তিন প্রার্থীই আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত